মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সহায়তায় ”মোবাইল গেমস এবং অ্যাপ্লিকেশন উদ্ভাবনী ধারণা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালার মুল প্রবন্ধ উপস্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির ও স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেমস এন্ড অ্যাপ্লিকেশনস প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর মোঃ আশরাফুল মোমিন খান।
কর্মশালার সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ মোছাদ্দিক হাসান এবং মডারেটর হিসেবে বক্তব্য রাখেন স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেমস এন্ড অ্যাপ্লিকেশনস প্রজেক্টের কনসালটেন্ট (গ্রাফিক্স) গোলাম মশিউর রহমান চৌধুরী।