জলাতঙ্ক নির্মূল বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: জলাতঙ্ক রোগটি বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির অধীনে আজ রহমতুল্লাহ হাই স্কুল ও কলেজে স্কুল পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের সচেতনতা মূলক একটি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অধীনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জলাতঙ্ক রোগের সংক্রমণ, ঝুঁকি, কুকুরের সাথে তাদের কেমন আচরণ হওয়া উচিত, কুকুর কামড়ের প্রাথমিক চিকিৎসা, গণসচেতনতা বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়।
রহমতুল্লাহ হাই স্কুল ও কলেজের পিন্সিপ্যাল নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মারুফা ইয়াসমিন বকুল, মিনারা মোস্তফা, রওশন আরা বেগম, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপারভাইজারগন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এমডিভি সুপারভাইজার এইচ.এস.এম তারিফ।