গুরুদাসপুর প্রতিনিধি.
মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ১৪ দিনে ১৬জন মাদক কারবারিকে গ্রেফতার করে ১২টি মামলার মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার সাহাপুর ও চাঁচকৈড় এলাকা থেকে গাজা ব্যবসায়ী ২জন, দড়িকাছিকাটা থেকে গাজাসহ ১জন, চন্দ্রপুর থেকে ইয়াবাসহ ১জন, শ্রীপুর থেকে গাজাসহ ১জন, চাঁচকৈড় থেকে ইয়াবাসহ ১জন ও গাজাসহ ১জন, লক্ষিপুর মধ্যমপাড়া থেকে গাজা সেবনরত অবস্থায় ৩জন, শ্রীপুর থেকে গাজাসহ ১জন, খুবজীপুর থেকে গাজাসহ ১জন, উত্তর নাড়িবাড়ী থেকে হিরোইনসহ ২জন, চরকাদহ থেকে গাজাসহ ২জনসহ মোট ১৭জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আরো জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়নে পুলিশ বদ্ধপরিকর।