স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ শনিবার সকালে ঈশ্বরদী-পাবনা রোডের ডিগ্রী পাড়ায় ঈশ্বরদীগামী দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মহিলাসহ ৩০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ২১ জনকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঈশ্বরদী ফায়ার স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,সোয়াদ সাব ও লিটন রিপন পরিবহণের দু’টি যাত্রীবাহীবাস প্রতিযোগিতা মূলক গতিতে পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে সোয়াদ সাব পরিবহণের বাসটিকে অতিক্রম করে লিটন রিপন পরিবহণের বাসটি সামনে চলে যায়। এ অবস্থায় দু’টি বাসই দ্রুত গতিতে চলতে থাকে এমন সময় লিটন রিপন পরিবহণের বাসটি হঠাৎ করে ব্রেক কসলে সোয়াদ সাব পরিবহণের বাসটি পেছন থেকে গিয়ে সামনের বাসকে থাক্কা দেয়। এ সময় পায়েল খাতুন,মালেকা খাতুন,স্বপ্না,শারমিন,নাজমা বেগম ও নাইমসহ অন্ততঃ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ২১ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।#