রাজশাহীতে বিএমডিএ’র ৮ কর্মকর্তাকে স্ট্যান্ডরিলিজ

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) প্রকৌশলী পর্যায়ের আট কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ দেয়া হয়েছে। সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর উপশহর আমবাগান এলাকায় অবস্থিত বিএমডিএ এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক। এসময় ২৪টি খাতে প্রায় সাত কোটি টাকা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। স্ট্যান্ড রিলিজ হওয়া কর্মকর্তারা হলেন, বিএমডিএ’র প্রধান কার্যালয়ের তত্ত¡াবধায়ক প্রকৌশলী শামসুল হোদা,তত্ত¡াবধায়ক প্রকৌশলী ড. আবুল কাশেম, নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ,নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) তরিকুল ইসলাম,ঠাকুরগাঁও সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান,জয়পুরহাট রিজিয়নের নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক,রাজশাহীর পবা জোনের উপ-সহকারী প্রকৌশলী রাহাত পারভেজ ও দুর্গাপুর জোনের উপ-সহকারী প্রকৌশলী মো. শামসুল আলম, দুর্নীতি দমন কমিশনের অভিযানের পর বিএমডিএ’র চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরীর আটজন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেন। এবং আগামী রোববারের মধ্যে তাদেরকে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়। বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিএমডিএ’র চেয়ারম্যানের নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য,কৃষি মন্ত্রণালয়ের স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র ২০১২ সাল থেকে ২০১৭ পর্যন্ত সরকারী নিয়ম লঙ্ঘন করে বিএমডিএ’র কর্মকর্তারাদের পদোন্নতি ও ইনক্রিমেন্ট প্রদান,কোটেশনে কেনাকাটা নির্মাণ ও বাগান লিজসহ ২৪টি খাতে প্রায় সাত কোটি টাকা দুর্নীতির অভিযোগের সত্যতা পান দুর্নীতি দমন কমিশন-দুদক