৭৪ বছর বয়সী মাংগায়াম্মা ইরামতি। ডাক্তাররা বলেছিলেন তিনি কখনো সন্তান জন্ম দিতে পারবেন না। গ্রামবাসী তাকে সন্তানহীন নারী বলে ডাকতো। অবশেষ এ বৃদ্ধ বয়সে তিনি দুই যমজ সন্তানের জন্ম দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসার বদৌলতে এটা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের গুন্টুরের একটি প্রাইভেট হাসপাতালে এই বিস্ময়কর ঘটনা ঘটেছে ৷
ওই নারীর চিকিৎসক উমা শঙ্কর বৃহস্পতিবার বিবিসি তেলেগু খবরে বলেছেন, মা ও শিশু উভয়ই ভাল আছে।
এদিকে সন্তান পেয়ে ইরামতির স্বামী সিতারামাও (৮২) বলেছেন, আমরা খুবই খুশি।
বিয়ের ৫৪ বছর পরে মা হওয়া ইরামতি জানান, তিনি কখনো গর্ভধারণ করতে পারবেন না। এজন্য তিনি অনেক চিকিৎসক দেখিয়েছিন। গ্রামবাসী তাকে ‘সন্তানহীন নারী’ বলে ডাকতো।
চিকিৎসকরা বলছেন, সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার ক্ষেত্রে এটা নতুন বিশ্ব রেকর্ড হতে পারে বলে তারা মনে করছেন।