হাঁপানি কিছু ঔষধের প্রভাবে হতে পারে কিংবা বেড়েও যেতে পারে। যারা ঔষধ প্রস্তুতকারক কোম্পানীগুলোতে নিয়োজিত আছেন তারা কিছু ঔষধের প্রতি সংবেদনশীল হয়ে পড়েন। কারণ, ঔষধগুলো তাদের নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে যেতে পারে। বিশেষ কিছু ধরনের ঔষধের মধ্যে পেনিসিলিন, সিমিটিডিন, পাইপেরেজিন, সেফালোস্পোরিন এবং মিথাইল ডোপা। হাঁপানি রোগীকে যে ঔষধ সবচেয়ে বেশি সমস্যায় ফেলে তা হলো বিটা ব্লকার। এখন অনেকেরই জানা আছে যে, বিটা ব্লকার হাঁপানি রোগীদের জন্য খুবই বিপদজ্জনক। কিন্তু সমস্যা তখনই বাঁধে যখন চিকিৎসকরা উচ্চ রক্তচাপ ও বুক ধড়পড়ের জন্য বিটা ব্লকার লেখেন। উচ্চ রক্তচাপের জন্য বিটা ব্লকার একটি কার্যকর ঔষধই বটে। তবে হাঁপানি রোগীদের জন্য এটা একেবারেই নিষিদ্ধ। এমনকি চোখের ড্রপে বিটা ব্লকার থাকলেও হাঁপানির আক্রমণ হতে দেখা গেছে। তাই উচ্চ রক্তচাপের জন্যও রোগীদের বিটা ব্লকার দেওয়া বিপদজ্জনক। এর চেয়ে ক্যালসিয়াম এন্টাগোনিষ্ট দেওয়া শ্রেয়।