অক্টোবরেই শুরু হবে ভারত-পাকিস্তান যুদ্ধ

আগামী অক্টোবরেই ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ।

বুধবার (২৮ আগস্ট) সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অক্টোবর বা নভেম্বরে ‘যুদ্ধ হবে’ বলে জানিয়েছেন পাক মন্ত্রী। রাওয়ালপিন্ডিতে এক পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্ত্রীর দাবি, এটাই হবে শেষ ভারত-পাক যুদ্ধ।

পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের কারণ যে কাশ্মীরই হতে চলেছে, তা নিয়ে ‘কোনও সন্দেহ’ নেই বলেও জানিয়েছেন ইমরান খানের মন্ত্রিসভার এই সদস্য। এছাড়াও কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলির ভূমিকা এবং জাতিসংঘের অনীহা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শেখ রশিদ আহমেদ। রশিদ বলেন, সমাধান চাইলে কাশ্মীরে গণভোট করাতে পারত জাতিসংঘ।

এদিকে, আজ (বুধবার) হঠাৎই নোটিস টু এয়ারমেন ইস্যু করে পাকিস্তান। নোটিস টু এয়ারমেন জারির পিছনে করাচির কাছে মিসাইল পরীক্ষার সম্ভাবনা রয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যম এএনআই এর। আজই করাচির আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে ইসলামাবাদ।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণায় ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এজন্য উভয় দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সূত্র: এএনআই