অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশাল আগৈলঝাড়ায় বিভাগীয় বেবীহোমে শিশুদের জন্য জেলা প্রশাসকের দেয়া ঈদ উপহারের বিশেষ খাবার খেয়ে তৃপ্ত হলো আশ্রিত অনাথ শিশুরা। ছোটমনি নিবাসের শিশুদের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য উদাহরণ রাখলেন জেলা প্রশাসক। বেবীহোমে আশ্রিত অনাথ শিশুদের সাথে মঙ্গলবার দুপুরে ঈদ উপহারের বিশেষ খাবার খেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, ঈদ-ঊল-আজহা উপলক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বেবীহোমে আশ্রিত শিশুদের খাবারের জন্য একটি খাসি উপহার দেন। ঈদের সময় অন্যান্য ব্যবস্থাপনায় বিশেষ খাবারের ব্যবস্থা থাকায় মঙ্গলবার ওই শিশুদের জন্য দেয়া খাসির মাংস, ভর্তা, সবজির বিশেষ খাবার খেয়ে তৃপ্ত হলো আশ্রিত অনাথ শিশুরা। এসময় বেবীহোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, আমার বাড়ি আমার খামার প্রকল্প ম্যানেজার সুব্রত হালদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু ও বেবীহোমের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।