নাটোর প্রতিনিধি
ঈদ যাত্রা নিবিঘœ করতে নাটোরে মহাসড়কে কঠোর অবস্থান নিয়েছে হাইওয়ে পুলিশ। ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী পরিবহনে নজরদারীর পাশাপাশি কাজগপত্র চেক করছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এছাড়া ডিজিটাল স্ক্যানার মেশিনের পাশাপাশি স্পীডগানে মাপা হচ্ছে গাড়ীর গতি। ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে অবৈধ যানবাহনের নামে দেওয়া হচ্ছে মামলা।
বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বনপাড়া-হাটিকুমরুল সড়কটি অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের ৮টি জেলার মানুষ যাতায়াত করে। ঈদ এলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গাড়ী চলাচল করে এই মহাসড়ক দিয়ে। দূর্ঘটনাপ্রবণ এই মহাসড়কটিতে প্রায়ই ঘটে ছোট বড় দূর্ঘটনা। যার বেশিরভাগ কারণ ফিটনেসবিহীন, ওভারলোড এবং অতিরিক্তি গতির যানবাহন। অনিয়মতান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে দেওয়া হচ্ছে মামলা। ঈদের আগে পুলিশের এই ধরনের অভিযানে স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষদের মনে। শুধু ঈদের আগে নয়, সবসময় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী স্থানীয়দের।