নাটোর প্রতিনিধি
নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধরা এলাকায় শুক্রবার সকালে দুইটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দূর্ঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির অন্তসত্বা স্ত্রী ও অপর মোটর সাইকেল আরোহী।
নিহত মেহেদী হাসান (২৮) যশোর জেলার শার্শা উপজেলার আমলাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রোখসানা বেগম (২২) নিহত মেহেদী হাসানের স্ত্রী এবং বাবু হোসেন (৩০) অপর মোটর সাইকেলের আরোহী ও নাটোরের নলডাঙ্গা এলাকার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে পুলিশ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নিজের অন্তসত্বা স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলের কর্মস্থল থেকে ঈদের ছুটিতে মোটর সাইকেলযোগে বাড়ী যাচ্ছিলেন মেহেদী হাসান। মেহেরপুরের কর্মস্থল থেকে অপর মোটর সাইকেল আরোহী নাটোর আসছিলেন। সকাল ৯টার দিকে দুইটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত রোখসানাকে নাটোর সদর হাসপাতালে এবং আহত বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মেহেদী হাসানের মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।