গুরুদাসপুরে মাদক বিরোধী সাইকেল র‌্যালি

গুরুদাসপুর প্রতিনিধি.
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলার পোয়ালশুড়া-পাটপাড়া থেকে গুরুদাসপুর থানামোড় হয়ে নাজিরপুর ইউনিয়ন পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার মাদক বিরোধী সাইকেল র‌্যালি করেছে নাটোর জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পাটপাড়া সমাজকল্যাণ যুবসংঘ।
শনিবার সকাল ১০টায় জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি কমিশনার মো. আলমগির হোসেনের নেতৃত্বে পাটপাড়া সমাজকল্যাণ যুবসংঘ ওই মাদক বিরোধী সাইকেল র‌্যালি বের করেন। র‌্যালিটি পাটপাড়া থেকে থানামোড়ে এসে পোঁছলে ওসি মো. মোজাহারুল ইসলাম তাদের স্বাগত জানান।
জেলা মানবাধিকার নেতা অ্যাডভোকেট আব্দুল ওহাব ও ওসি মোজাহারুল ইসলাম তাদের বক্তব্যে বলেন, সারাদেশ ব্যাপি জাতি আজ মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরাও এই সাইকেল র‌্যালির মাধ্যমে দেশবাসিকে জানাতে চাই, চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে। গুরুদাসপুর উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহ-সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার সাইকেল আরোহীসহ উপস্থিত সবাইকে দু’হাত উঁচিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।
পরে র‌্যালিটি হামলাইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে নাজিরপুর ইউনিয়ন পরিষদে গিয়ে মতবিনিময় শেষে নাজিরপুর উচ্চ বিদ্যালয় হয়ে স্থানীয় ডিগ্রি কলেজে পৌঁছে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ওই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম রতন।