কলমাকান্দায় অপহরণ মামলার ১২ দিন পর ছাত্রী উদ্ধার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় অপহরণ মামলার ১২ দিন পর এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ। শুক্রবার একই জেলার বারহাট্টা উপজেলা ফকিরাবাজার সেমিয়া গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোকন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশসূত্রে জানা যায়, ৮ জুন সকাল সাড়ে ৯টায় কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকা থেকে ওই মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে টিটুন মিয়া (২৪) নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়। পরে ২২ জুলাই ওই ছাত্রীর বাবা বাদি হয়ে টিটুন মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন শুক্রবার অপহৃত ওই মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে ও আটককৃত খোকনকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।