ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকদের সচেতন হতে হবে– প্রতিমন্ত্রী পলক 

রাজু আহমেদ,  সিংড়া ( নাটোর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে দেশের সকল নাগরিকদের সচেতন হতে হবে। যার যার এলাকায় পরিচ্ছন্ন, বাড়ির আঙিনায় পরিস্কার রাখতে হবে। তবেই মশার বিস্তার রোধ সম্ভব।তাছাড়া ডেঙ্গু মশা মানুষের জীবন নাশ করছে। এ জন্য সরকারের পাশাপাশি জনসচেতন বাড়াতে হবে। সে লক্ষে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান তিনি।   তিনি আরো বলেন, সরকার দেশীয পন্য ব্যবহারে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশীয় পণ্য, দেশের গর্ব।উন্নত দেশগুলো তাদের পণ্য বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা আয় করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিমন্ত্রী শনিবার সকাল ১১ টায় নাটোরের সিংড়ায় মিনিস্টার শো- রুমের ১০৬ তম শাখা উদ্বোধন শেষে উপরোক্ত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ। পরে প্রতিমন্ত্রী গোল ই আফরোজ সরকারী কলেজে মশক নিধন অভিযানে অংশ নেন এবং শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন,  সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, কলেজের অধ্যক্ষ এম এইচ খালেদ, ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী ২৭৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন এবং সিংড়া কোর্টমাঠে স্থাপিত মানবতার দেয়ালে প্রায় ৩০ টি পোশাক দেন।