ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা বৃদ্ধির দাবি এবং গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে শনিবার সকালে সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটির আয়োজনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র বাজারের ১নং গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড শওকত আলী। এসময় বক্তব্য রাখেন পাবনা জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব ও জুয়েল হোসেন সোহাগ প্রমূখ।
সভায় বক্তারা গুরুত্বপূর্ণ ঈশ্বরদী জংশন ষ্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বরাদ্দকৃত আসন সংখ্যা শোভন চেয়ারে ১০০টি এবং এসি চেয়ারে ৫০টি বৃদ্ধির দাবি জানিয়েছেন। এসময় বক্তারা গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানোরও দাবি জানান।