সিরাজগঞ্জের রায়গঞ্জে ছিনতাইয়ের কবলে স্বামী-স্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে ছিনতাইয়ের কবলে পড়ে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে খৈচালা গ্রামে। জানা যায়, গত বুধবার রাত্রী আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী জাহিদুল ইসলাম ভোলা (২৬) ধামাইনগর থেকে ব্যবসায়িক কার্যক্রমে শেষে বোনের বাড়ি থেকে সহধর্মিনীকে নিয়ে বাড়ি ফেরার পথে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিকে ডিপোর সামনে ছিনতাইকারীর কবলে পড়েন। ব্যবসায়ী জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, খৈচালা গ্রামের শ্রী অমরিকা ছেলে পল্লব কুমার, হযরত ফকিরের ছেলে মেনহাজ, মৃত রমেশ চন্দ্রের ছেলে বিদ্যুৎ, মজিদের ছেলে মাসুদ রানা (মাসুম), মৃত ননী গোপাল শটকার ছেলে নীল কোমল গংরা খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিকে ডিপোর সামনে মটরসাইকেল যোগে পৌছাতে এলোপাতাড়িভাবে আমাকে মারপিট করে আমার নিকট থেকে ২ লাখ টাকা ও আমার সহধর্মিনী লিমা খাতুনের গলা ও হাতে থাকা স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়।
সহধর্মিনীর চিৎকারে খৈচালা গ্রামের লোকজনেরা ব্যবসায়ী জাহিদুল ইসলাম ভোলা গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ শেখ মুজিব ফজিতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।