কমলগঞ্জে হীড বাংলাদেশের ভিক্ষুক পূণবাসন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে পিকেএসএফ এর আর্থীক সহযোগীতায় ও হীড বাংলাদেশের ব্যাবস্থাপনায় আদমপুর হীড বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচীর অফিসে ভিক্ষুক পূণবাসন প্রকল্পের উদ্যোমী সদস্য শেফালি শব্দকরকে পূর্ণবাসনের আওতায় একটি অটো রিক্সা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন সমৃদ্ধি কর্মসূচী আদমপুর সমন্বয়কারী আমিনুল হক, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাব্বির এলাহি, আদমপুর সমৃদ্ধি কর্মসুচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা কালাম আহমদ, প্রবীণ কর্মকর্তা মানিক প্রসাদ পাল, স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হোসেন, চমুনী খাতুন, উদ্যগ উন্নয়ন কর্মকর্তা আলমগীর সিদ্দিকি। আদমপুর ইউনিয়ন চেয়ারম্যান আবদাল হোসেন বলেন- আদমপুর ইউনিয়নকে সমৃদ্ধ করতে সমৃদ্ধি কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে। তিনি এ সময় উদ্যোমি সদস্য শেফালি শব্দ করের ছেলে অধির শব্দকরকে অটো রিক্সার সঠিক ব্যাবহার ও ভবিষৎ তহবিল গঠনের নির্দেশ দেন। সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয় কারী আমিনুল হক বলেন- ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচীর আওয়াতায় পিকেএসএফ এর আর্থীক সহযোগীতায় উদ্যোমী সদস্য শেফালী শব্দকরকে ৭৫০০০/ টাকা মূল্যমানের একটি অটো রিক্সা কিনে দিয়েছি। আমরা বিশ্বাশ করি ভিক্ষাবিত্তি না করে তার পরিবার এই রিক্সার উপার্যনে সুন্দর ভাবে জীবিকা নির্বাহ করবে ও ভবিষৎ তহবিলে সঞ্চয় করবে। শেফালি শব্দকর পূর্ণবাসিত হয়ে অনেক খুশি এবং তিনি আর কোন দিন ভিক্ষা করবে না বলে প্রতিজ্ঞা করেন।