গণসচেতনতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আত্রাই থানা পুলিশের র‌্যালী

গনসচেতনতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩১ জুলাই) সকাল ১১টায় আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোসলেম উদ্দিনের নেতৃত্বে আত্রাই র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে। মাদক এবং জঙ্গিকে না বলুন ,গলা কাটা ছেলে ধলা গুজবে কান দিবেন না,ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন হন ইত্যাদি গণসচেতনতা মূলক বিভিন্ন স্লোগান দিতে দিতে র‌্যালীটি আত্রাই উপজেলা চত্বর থেকে আত্রাই থানা চত্বরে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,আত্রাই থানার ওসি (তদন্ত) আবুল কালাম, উপজেলা মডেল প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ দাস, আত্রাই কলোকাকলী কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাজেদুর রহমান, এসআই সালা উদ্দিন,এসআই জালাল উদ্দিন, এসআই ছাইফুল ইসলাম, সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, রেজাউল করিম, তানজিম আহম্মেদ সুমন,কাজী রহমান প্রমূখ