সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশের বজ্রপাত সহ প্রাকৃতিক দূর্যোগ ও পরিবেশ রক্ষার্থে প্রতিটি বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে তাল গাছ ও ফলদ বৃক্ষ রোপন করতে হবে, তাই এ সরকারের লক্ষে ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শনা মেনে গাছ লাগিয়ে পরিবেশ বাচাঁতে হবে। তিনি আরো বলেন আমাদের দেশে প্রত্যন্ত চরাঞ্চলে সৃজনাল ফলদ বৃক্ষ রোপন করে, সেই ফল বিক্রয় করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। পাবনার সুজানগরে বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ফলদ বৃক্ষ মেলার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার। এসময় আরো বক্তব্যদেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আমিনুল ইসলাম, আমিন উদ্দিন, হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, কিয়াম উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, নার্সারী মালিক কাজী হাসান হায়দার। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, জাইকার প্রতিনিধি ইমরান সরকার, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, যুবলীগ নেতা রুহুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। আহমেদ ফিরোজ কবির এমপি ফলদ ও বৃক্ষমেলার সমাপনীতে উপজেলা চত্বরে বৃক্ষ রোপন ও মেলা চত্বরের বিভিন্ন স্টোল ঘুরে নার্সারী মালিকদের সাথে কুশল বিনিময় করেন। এসময় নার্সারী মালিকরা এমপি মহাদয় কে ফলদ ও ফুলের চারা উপহার দেন। এবার মেলায় ১৩টি নার্সারী অংশগ্রহন করেন।