সুজানগর(পাবনা) প্রতিনিধি:
পাবনার সুজানগরে বুধবার দুপুরে দুইদিন ব্যাপি কৃষকদের বিষমুক্ত ও নিরাপদ ফল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী করা হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যদেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। দিনভর অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৪০ জন কৃষক প্রশিক্ষণ নিয়েছেন। এতে সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ দেন অতিরিক্ত উপ পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার। প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান সরকার। এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আমিনুল ইসলাম, আমিন উদ্দিন, হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, যুবলীগ নেতা রুহুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন, উপ-সহকারি কৃষি অফিসার সাইদুল ইসলাম।