সুজানগরে লটারীর মাধ্যমে কৃষকদের থেকে ধান সংগ্রহ করছেন-আহমেদ ফিরোজ কবির এমপি

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গুনগত মান বজায় রেখে সরকারী নীতিমালা অনুযায়ী উপজেলার সকল ইউনিয়নের কার্ড ধারী কৃষকদের কাছ থেকে লটারীর মাধ্যমে দ্বিতীয় ধাপে ২৪৮ মে.টন বোরো ধান ক্রয় করা হচ্ছে। পাবনা সুজানগরে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বোরো ধান ক্রয়ের লটারী করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। আহমেদ ফিরোজ কবির বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে “কৃষক বাঁচলে বাঁচবে দেশ” এই শ্লোগান সামনে রেখে এ উপজেলার সকল ইউনিয়নের কৃষকদের কাছ থেকে লটারীর মাধ্যমে পরিক্ষা ও যাচাই বাছাই করে বোরো ধান সংগ্রহ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন প্রান্তিক কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করে , তাদের কে ধান উৎপাদনে উৎসাহ করার লক্ষে বোরো ধান ক্রয় করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, খাদ্য কর্মকর্তা ও পরিদর্শক ওয়াহিদ মোস্তফা মিল্টন, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান , এস এম সামসুল আলম, হাবিবুর রহমান হাবিব, আমিন উদ্দিন, আমিনুল ইসলাম, কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।