বিপিএমপিএ পাবনা জেলা শাখার চিকিৎসক সম্মিলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি ॥ বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্যাকটিশনার্স এ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) পাবনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬’ জুলাই) দুপুর আড়াইটায় পাবনা পুলিশ লাইন পিসিসিএস বাজার মিলনায়তনে চিকিৎসক সম্মিলন ও বার্ষিক সাধারণ সভা-২০১৯ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বিপিএমপিএ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও বি. এম. এ. পাবনা জেলা শাখার সভাপতি ডাঃ আসলাম হোসেন বিশ্বাস মাসুদ। বিপিএমপিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মো. মনিরুজ্জামান ভূঁইয়া এবং মহাসচিব অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী ক্যাপ্টে. (অব.) ডাঃ মো. আনিসুর রহমান কে বিপিএমপিএ পাবনা জেলা শাখার সভাপতি ও ডাঃ মো. মঞ্জুর এলাহী কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এবং পাবনার নবগঠিত কমিটিকে দৃঢ় প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ তন্ময় প্রকাশ বিশ্বাস, স্বাচিপ পাবনা মেডিকেল কলেজ জেলা শাখার সভাপতি ডাঃ শাহিন ফেরদৌস শানু। অন্যান্যদের মাঝে আরও বক্তব্য দেন বি. এম. এ. পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আকসাদ আল মাসুর আনন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ ফয়সাল জিন্নাত, ডাঃ বিপ্লব কুমার সাহা, ডাঃ ফাতেমা মাসুর, ডাঃ এ আর পাঠান, ক্যাপ্ট. (অব.) ডাঃ সরোয়ার জাহান ফয়েজ, ডাঃ আ. ন . ম. আক্তারুজ্জামান, ডাঃ সাদিয়া শাহরিন প্রমুখ।

বিপিএমপিএ পাবনা জেলা শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান বি. এম. এ. পাবনা জেলা শাখা, স্বাচিপ পাবনা মেডিকেল কলেজ জেলা শাখা, ড্যাব পাবনা জেলা শাখা, এপেক্স ক্লাব অব পাবনা, নজরুল পরিষদ পাবনা, সুরের মেলা সাংস্কৃতিক সংগঠন পাবনা ও বিচ্ছুরণ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র পাবনা।