ঈশ্বরদীতে স্পেন দল -স্থানীয় ব্রাজিল দলকে ২-১ গোলে পরাজিত করে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে সন্ত্রাস ও মাদক মুক্ত সুস্থ্য সমাজ গঠনের লক্ষ্যে ফেয়ার স্টার ক্লাবের পক্ষে আয়োজিত মরহুম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা স্থানীয় ব্রাজিল দল ও স্পেন দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাকশী উইনয়নের বাঘইল মাঠে অনুষ্ঠিত এ খেলায় স্থনীয় স্পেন দল -স্থানীয় ব্রাজিল দলকে ২-১ গোলে পরাজিত করে। প্রথমার্ধের ৮ মিনিটের মাথায় স্পেন দলের পক্ষে ইমন প্রথম গোল করায় খেলায় উত্তেজনা সৃষ্টি হয়। মাঠে কাদা ও বৃষ্টির পানিকে উপেক্ষা করে খেলার ২১ মিনিটের মাথায় ব্রাজিল দলের কনক দলের পক্ষে একটি গোল করে খেলায় সমতা ফিরে আনে। চরম উত্তেজনা পূর্ণ এ খেলার শেষ মুহূর্তের ৭ মিনিট আগে স্পেনের পক্ষে ইমন আরও একটি গোল করে দলের বিজয় নিশ্চিত করে। এর আগে প্রধান অতিথি ঈশ্বরদী থানার অফিসারর্স ইনচার্জ বাহাউদ্দিন ফারুকি ও প্রধান বক্তা ঈশ্বরদী টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না বক্তব্য ও বলে কিক মেরে খেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি সাংবাদিক এএ আজাদ হান্নান ও ইউপি মেম্বর জামাল উদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#