চলনবিল নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় হিজরা ও দুঃস্থ মহিলাদের স্বাবলম্বি করার জন্য পাটজাত পণ্যের ব্যবহার উপযোগী করনে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে চাটমোহর উপজেলা পরিষদ অডিটরিয়ামে কর্মশালাটি উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসহাক আলি মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি পাট পন্য উদ্যোক্তা এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. সাইফুদ্দিন আহাম্মদ (সবুজ), রাজশাহী জুট মিলের উপ-ব্যবস্থাপক ও পাট বিভাগীয় প্রধান মো. জিয়াউর রহমান, প্রধান প্রশিক্ষক শবনম মোস্তারী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাম কৃষ্ণ পাল।