এসিল্যান্ড কর্তৃক চরসাদীপুর মোজা মালিথার কোলের দখল হস্তান্তর

সোহেল রানা ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জলমহাল নীতিমালার আলোকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পাবনার নির্দেশক্রমে টি.এস কেস নং ১০ পাবনা জলমহাল চরসাদীপুর মোজা মালিথার কোল গত বৃহস্পতিবার সহকারি কমিশনার (ভুমি) রোকসানা মিতা পাবনা সদও তার সহযোগি কর্মকর্তাগন ইউনিয়ন ভুমি কর্মকর্তা আলাউদ্দিনসহ সশ্বরীওে কোলে উপস্থিত হয়ে শতশত জনতার মাঝে লীজ গ্রহীতা প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ পাবনা জেলা শাখার প্রতিষ্ঠানের কাছে দখলনামা হস্তান্তর করেন এবং ঘোষণা করেন অদ্য তারিখ হইতে উক্ত জলাশয়ে বিনা অনুমতিতে কোনরুপ জাল, দড়ি নামানো জমি দখল বা মাটি কাটা সম্পুর্ণ রুপে নিষিদ্ধ। এসময় দখলনামা বুঝে নেন লীজ গ্রহীতা কমিটির পক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সরোয়ার। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিস মেম্বর, দোগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী। এছাড়াও রিন্টু, কামরুজ্জামান পলাশ, বাবুল বিশ্বাস, মশিউর রহমান সোহেলসহ স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চর সদিরাজপুর ব্রিজ হইতে দক্ষিণ-পূর্ব কোনে পদ্মা নদী পর্যন্ত দেড় কি.মি লম্বা ও ৭০০ ফুট চওড়া এই জলমহাল।
স্থানীয়রা বলেন পদ্মানদী বিধৈত মুক্ত এ জলাশয়ে পরিকল্পিত মৎস্য চাষ করলে শতশত টন মাছ উৎপাদন করা সম্ভব।