মাভাবিপ্রবিতে সেমিস্টার ফি বর্ধিতকরনের জন্য আবেদন

মাভাবিপ্রবি প্রতিনিধি ঃ বন্যা কবলিত অঞ্চলের শিক্ষার্থী ও সাধারন শিক্ষার্থীদের কথা চিন্তা করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে সেমিস্টার ফি পরিশোধের সময় বর্ধিতকরনের জন্য প্রক্টর বরাবর আবেদন করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে সাধারন শিক্ষার্থীদের পক্ষে বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল ও কর্মী মানিক শীল স্বাক্ষরিত একটি লিখিত আবেদন সাধারন শিক্ষার্থীরা প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলামের হাতে তুলে দেয়।

লিখিত আবেদনে বলা হয়, বিভিন্ন বিভাগের পরীক্ষা শেষ না হওয়া ও বিভিন্ন জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির কারনে ৬ আগস্টের মধ্যে সেমিস্টার ফি পরিশোধ করা সম্ভব নয়। এমতাবস্থায় ঈদ পরবর্তী দুই সপ্তাহ প্রয়োজন।

এ বিষয়ে মানিক শীল বলেন, বন্যা কবলিত অঞ্চলের শিক্ষার্থী ও সাধারন শিক্ষার্থীদের কথা চিন্তা করেই সেমিস্টার ফি পরিশোধের সময় বর্ধিতকরনের জন্য আমরা আবেদন করেছি। বঙ্গবন্ধু সকলের জন্য ভাবতেন, তার আদর্শ থেকে শিক্ষা নিয়েই আমরা এ উদ্যোগ নিয়েছি।