খবর বাংলা সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

পাবনায় খবর বাংলা সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসর গতকাল শনিবার বিকেলে পাবনার অন্যতম কফি হাউজ ক্যাফে পাবনায় অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ও দৈনক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার সহকারি পোষ্টমাষ্টার জেনরেল বিশিষ্ট সাহিত্যানুরাগী কে.এম শরীফ পান্না। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খবর বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কালাম আজাদ বাবু, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কবি ইদরিস আলী মধু।


পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ঔপন্যাসিক, গীতিকার, কণ্ঠ শিল্পী, কবি যাযাবর জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সাহিত্য আসরে কবিতা আবৃত্তি করেন পরিষদের সহ-সভাপতি কবি অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, কবি আল আমিন হোসেন লিমন, যুগ্ম সম্পাদক কবি সুলতানা সাঈদা শিল্পী, কবি মোনায়েম খান, অর্থ সম্পাদক কবি মাহমুদা ওয়রেসী শিমুল, সাহিত্য সম্পাদক কবি আমান্ল্লুাহ শেখ রুবেল, কবি আসাদুর রহমান, কবি শেখ আব্দুস সাত্তার, কবি ফারহানা রহমান, কবি আনিস ইবনে ওসমান, তথ্য ও গবেষনা সম্পাদক এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, কার্যকরি সদস্য কবি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শিশু কবি শারাফা বিনতে শরীফ নাবা, কবি আনোয়ার হোসেন জীবন, কবি রেজাউল করিম, কবি জামাল রাজা, তরুন কবি সরল ও রাফিদ।


সাহিত্য আসর শেষে কবি শেখ আব্দুস সাত্তারের দুটি বইয়ের মোড়ক উন্মোচন ও পরিষদের সদস্য শিশু কবি শারাফা বিনতে শরীফ নাবার শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ নানা কর্মসুচি পালন করা হয়।