নাটোরের লালপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে হত্যা ও ছিনতাই চক্রের সদস্য মানিক নিহত

নাটোরের লালপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে হত্যা ও মোটর সাইকেল ছিনতাই চক্রের সদস্য মানিকুজ্জামান মানিক(৪৮) নিহত হয়েছে।পুলিশ জানায়,৫ জুলাই নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্র আল আমিনকে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই করে দুবৃত্তরা।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সেই চক্রকে সদস্য মানিককে পাবনার রুপপুর থেকে আটক করে নাটোর পুলিশ।তার দেয়া তথ্য অনুযায়ী ঈশ্বরদীর একটি বাড়ি থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।গতরাতে তাকে নিয়ে অন্য সহযোগীদের ধরতে গেলে নাটোরের লালপুর উপজেলার তোফাকাটা মোড়ে পুলিশের ওপর হামলা চালায় মানিকের সহযোগীরা।পুলিশ পাল্টা গুলি চালায়।এসময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় মানিক।তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পুলিশ মানিককে মৃত ঘোষনা করে।মানিকেরে বিরুদ্ধে হত্যা,ছিনতাই সহ প্রায় ১ ডজন মামলা রয়েছে বলে জানান,নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান।