মৌলভীবাজারে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়োজনে এডভোকেসি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে “নারী ও যুব সমাবেশে” এর দিন ব্যাপি এডভোকেসি প্রশিক্ষন কর্মসালা অনুষ্ঠিত হয়েছে গত ৫ জুলাই শহরের দাওয়াত রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ।উক্ত এডভোকেসি প্রশিক্ষন কর্মসালা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এডভোকেসি প্রশিক্ষনের উদ্ভোধন করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান)। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলো এডভোকেট সৈয়দ নেপুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা। স্বাগত বক্তব্য রাখেন- ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিলেট বিভাগের কো-অর্ডিনেটর রহিমা বেগম।

প্রশিক্ষন কর্মসূচীতে অংশ গ্রহন করেন- জেলা বিএনপির সহ-সম্পাদক মুহিতুর রহমান হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা বিএনপি’রমৎস্য বিষয়ক সম্পাদক ও জেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক মোঃ মুসামিয়া, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক সৈয়দ ফয়সল আহমদ, জেলা বিএনপি’র সদস্য ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েস, পৌর বিএনপি নেতা আব্দুল কাইয়ূম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাম্মির হাবিব চৌধুরী রবিন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও দলের মাষ্টার ট্রেইনার মোঃ শাহ আলম, পৌর তাঁতী দলের আহবায়ক মশিউর রহমান বেলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান দুলাল, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মশিউর রহমান শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী সূত্রধর, পৌর তাঁতীদলের যুগ্ম আহবায়ক শাহাদ আহমদ (ইউপি মেম্বার), বিএনপি নেতা শাহ ইমরান সাজু (মেম্বার), সদর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জায়েদ আহমদ, সদও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ সাহেদআহমদ, সুমন আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন সাজু, বিএনপি নেত্রী রেখা বেগম, সীতা রানীধর, মনোয়ারা বেগম, জেলা জাসাস নেতা এডভোকেট বাপ্পীসহ মোট ৩০ জন বিএনপি নেতৃবৃন্দ প্রশিক্ষনে অংশগ্রহন করেন। প্রশিক্ষনে রাষ্ট্র, সরকার, গণতন্ত্র, রাজনীতি,রাজনৈতিক দল, রাজনৈতিক দলের আম্ভন্তরিক গণতন্ত্র, দলের কাউন্সিল বিষয়সমূহ নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসালা অনুষ্ঠিত হয়।