লালপুরে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের উদ্বোধন 

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ডিসেম্বর) দুপুরে উপজেলার মোহরকয়া ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় চত্বরে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের আয়োজনে কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার ড. ইফতেখার রহমানের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ সিমানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাহানারা এন্ড লতিফার রহমান চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি মিসেস সেলিনা মুস্তফা, ট্রাস্টের ডিরেক্টর মিসেস সোনিয়া হাসান, পুলিশের এডিশনাল ডি.আই.জি আলমগীর কবির পরাগ, ৫নং বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু। এসময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার,ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।