ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে পাইকারী কাঁচা বাজারের আলু ও ফলের দাম বেশি নেয়া এবং মূল্য তালিকা না রাখার দায়ে পাঁচ দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (০২ ডিসেম্বর ) বিকেলে ঈশ্বরদী শহরে কাঁচাবাজারসহ ফলের দোকানে বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরর জানায়, পৌর কাঁচাবাজারে আলুর দাম বেশি রাখায় মের্সাস ভাই ভাই ট্রেডার্সকে ০৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পুরাতন কাঁচাবাজার ও ফলের দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় আনিসের আলুর আড়তে ৩ হাজার টাকা, মের্সাস আল-কারীমকে ৮ হাজার টাকা, আফজাল ট্রেডার্সকে ৪ হাজার টাকা এবং শফিক স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয় ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতির জন্য দায়ী বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী। তারা চড়া দামে কিনলেও ক্যাশ মেমো এবং মূল্যতালিকা প্রদর্শন করছেন না। তিনি জানান, পাঁচটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে।

অভিযানের সময় সহায়ক হিসাবে অধিদপ্তরের শাহিনুর রহমান ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।