আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে সরকারি খাস লীজকৃত মাছচাষ পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের মাছ মেরে বিনষ্ট করা হয়েছে। গত সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রামের পশ্চিম মাঠে বাঁরদীঘি নামক পুকুরে এ বিষ প্রয়োগ করা হয়।
জানাযায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রামের পশ্চিম মাঠে ১একর ৬শতকের একটি সরকারি খাস পুকুর বিনাহালি আদর্শ গ্রামের সমিতির নামে লীজ নিয়ে একই গ্রামের আয়েন উদ্দিন মাস্টারের ছেলে আনোয়ার হোসেন সুইট ৮মাস পুর্ব রুহ কাথলা, মৃগেলসহ দেশীয় জাতের বিভিন্ন পোনা মাছ ছেড়ে বাজার জাতকরণের জন্য লালন পালন করে আসছেন। বর্তমানে মাছ গুলো বাজারজাত করনে প্রায় উপযুক্ত হয়েছিল। গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে ওই মাছচাষ পুকুরে শক্রতাবসতঃ দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পুকুরের পানিতে থাকা প্রায় ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে বিনষ্ট হয় বলে মাছচাষী আনোয়ার হোসেনসুই দাবী করেন।#