ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই কর্মসূচি পালিত হয়। সারাদিনব্যাপী এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষার্থী রক্ত দান করেন।
আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি এই কর্মসূচির আয়োজন করে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সংগঠনটির সহ-সভাপতি ওবায়দুল রহমান আনাস, মেহেদী হাসান তানভীর এবং প্রচার সম্পাদক মিজানুর রহমান।
কর্মসূচির পরিচালক মেহেদী হাসান বলেন, “বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখিয়েছেন এবং আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই উদ্যোগ। মানবিকতা ও ন্যায়বিচারের চেতনা ধারণ করে আমরা সকল প্রকার বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”