এনামুল হক টগর
তোমার অনাগত দর্শনের পূর্বাভাস ধ্বনি শুনি মধুময় মিলনের আশায়!
তোমার প্রেমে মহাবিশ্ব সৌন্দর্যের মহিমায় ফুটে উঠছে বিপুল জ্ঞানের চেতনায়!
যে দিকে তাকাই সেদিকেই শুধু তুমি সেদিকেই শুধু তোমার নিদর্শন রহস্য প্রেমময়!
আকাশে রাঙা চাঁদ ধুসর জ্যোৎস্নায় প্রস্ফুটিত করছে পৃথিবীর রাত্রি দিন তপস্যায়।
হাজারও মৃত রেশমী পোকার প্রাণ কাপড়ে মিশে আছে রূপে ঝলমল দেহ বাগিচায়!
তোমার বাস্তব ভালোবাসা থেকে মৃত্তিকার বুকে লতা পাতা গাছ গাছরার মহা-সমাহার।
তুমি অনুমতি দিলে আমি প্রেমের বাগানে প্রবেশ করবো অনুরণিত গজলে সুরে ঝংকার।
তুমি যদি ফুল বলো আমি ফুল তুমি যদি কাঁটা বলো আমি কাঁটা উভয়ের ভালোবাসই যন্ত্রণা!
ফুলের গভীর থেকে কীট ছোবল মারে কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত শরীরে রক্ত ঝরে দহন।
তোমার পছন্দের গাছটি আমাকে উপহার দিও ফুল ফল কাঁটার উপরে মহাপ্রেমের চেতনা!
আমাকে তুমি গ্ৰহণ করো আমাকে তুমি নৈকট্যের দাস করো ভালো মন্দের উর্দ্ধে সন্তোষভাজন।
আমার হৃদয়ের গভীরে তোমার ভালোবাসার পূর্ণাঙ্গ রূপ সূর্য তুল্য মাশুক আউলিয়া নয়ন!
আমার এই অপার্থিব জীবন কিছু সময়ের জন্য ঋণ মাত্র কর্ম শেষ ক্ষণকাল বিদায়!
স্রষ্টার হাতে আঁকা এই বিশ্বটা অপূর্ব সৌন্দর্য মহিমায় এক প্রতিকৃতি খেলনার ঘর সদয়!
শিশুরা আসল বস্তুর পরিবর্তে ঠুনকো খেলনা নিয়ে আনন্দ কোলাহল করে অবুঝ বাসনা।
আমার মেয়েও শিশুকালে খেলনা পুতুল নিয়ে খেলা করতো খুশিতে মাতামাতি নয়ন!
কয়েক দিন পরে খেলনা পুতুলটি ছুরে ফেলে দিত আসল বুঝে নিত কি সত্য জীবন!
লোড লালসা বিদ্বেষে ভরা মানুষগুলো পৃথিবীর মোহে আনন্দে উৎসব বিভোর।
তারা এই খেলনা পৃথিবীর মোহে ভুলে থাকে বুঝে না আসল নকল জল্পণায় জীবন বহুদূর।
প্রেমিকরা খেলনার পৃথিবী ত্যাগ করে মহাত্মার দিকে যাত্রা করে আপন ঠিকানা।
আশেকরা নবীর প্রেমে ও শায়েখর অনুগ্ৰহে পঞ্চ উপাদান বুদ্ধিতে অগম্য সাধনায় চৈতন্য!
পৃথিবীর লোভ লালসা ও মায়া ত্যাগ করে মিশে যায় আহাদ আহমদ উচ্চ সত্তায়!
তোমার মধুময় গন্তব্যের ঠিকানায় আমাকে পৌঁছে দিও মাওলা আলীর দ্বরে বিজয়।
জ্ঞানের নগরে আমি মিশে যাবো নবীর প্রেমের ঠিকানায়!
স্রষ্টার ভালোবাসার তরিকায় রহমাতুল্লিল আলামীন সত্তায়।
২১/১১/২০২৪