সাঁথিয়ায় বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ,উপজেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা,নেতাকর্মীদের ওপড় অস্ত্রসহ অতর্কিত আক্রমন ও বাড়িঘর ভাঙচুর এবং জেলা বিএনপির আহবায়ক ও সদসস্য সচিবের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদ্য অনুমোদিত সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক খাইরুন্নাহার খানম মিরু।

রোববার(১৭নভেম্বর)বিকেলে সাঁথিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুর রহমানের বিরুদ্ধে তিনি এ সকল অভিযোগ করেন। তিনি আরও বলেন, গত ১৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা কমিটি খাইরুন নাহার খানম মিরুকে আহবায়ক, শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সালাহউদ্দিন খানকে সদস্য সচিব করে সাঁথিয়া উপজেলা বিএনপির ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়। গত ১৬ নভেম্বর সাঁথিয়া উপজেলা সদরে উপজেলা বিএনপি ও এলাকার বিএনপির সমর্থকদের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে স্বাগত জানানোর জন্য একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। এ সময় নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুর রহমানের নির্দেশে আওয়ামীলীগের লোকজনসহ তার নেতাকর্মীরা আমাদের মিছিলে অংশগ্রহনকারী নেতাকর্মীদের ওপড় দেশীয় অস্ত্রসহ হামলা চালায় এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আমাদের ১০/১৫জন নেতাকর্মী আহত হন। এছাড়া তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে।

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা বিএনপির সদ্য অনুমোদিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামুসর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা,মীর নজমুল বারী নাহীদ,আবুল কাশেম কাশু,নজরুল ইসলাম,রফিক সরদার,আবু সাইদ,আয়ুবুল ইসলাম,আব্দুল আলীম,আব্দুল মোমিনসহ যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।