ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত সরকার নীরব।
শনিবার (১৬ নভেম্বর) রাতে বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির আহ্বায়ক আলি আরমান রকি এবং সদস্য সচিব সাদ আল মায়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি: নাহিদা আক্তার ও রাকিবুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক: ফজলে রাব্বি ও আজিজুল হক লেমন; সাংগঠনিক সম্পাদক: সাব্বির হাসান, মেহেদী হাসান ও ফারিহা ইসলাম; দপ্তর সম্পাদক: আল আমিন রুশো; অর্থ সম্পাদক: আসাদ সাদিক; প্রচার সম্পাদক: মানিক হোসেন; পরিকল্পনা সম্পাদক: তাওসিফুর রহমান; ক্রীড়া সম্পাদক: ইসরাফিল আলম; শিক্ষা সম্পাদক: ফজলে রাব্বি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক জরুরি সিদ্ধান্তে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং সংগঠনের পরিশীলতা বৃদ্ধি ও কার্যক্রমের নতুন সূচনা করার লক্ষ্যে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিশাত সরকার নীরব বলেন, “ছাত্র কল্যাণ সমিতির প্রধান উদ্দেশ্য হচ্ছে বর্তমান এবং নবাগত শিক্ষার্থীদের কল্যাণে নিয়োজিত থাকা। এটি একটি পরিবারের মতো, যেখানে সবাই একে অপরের সহায়তায় এগিয়ে আসে। করোনার পর বগুড়া জেলা কল্যাণ নানা কারণে স্থবির হয়ে পড়েছিল।
তিনি বলেন, “আমার লক্ষ্য হবে সংগঠনের প্রাণ ফিরিয়ে আনা এবং স্থবিরতা কাটিয়ে কার্যক্রমের পুনরুদ্ধার করা। আমরা খুব দ্রুত ভাল কিছু প্রোগ্রাম আয়োজন করতে চেষ্টা করবো, যাতে জেলা সকল সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও দৃঢ় যোগাযোগ তৈরি হয়। আপাতত, আমরা নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা নিয়েছি।”
তিনি আরও বলেন, “এই কার্যক্রমে জেলার সকলের সহোযোগিতা কামনা করছি, যেন সংগঠনটির উদ্দেশ্য পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারে।”