এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে মাজেদুল হক ও ট্রেজারার পদে আব্দুর রায়হান নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) খানসামা ডিগ্রি কলেজ হলরুমে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
জেলা সমবায় অফিসের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মোতাহার হোসেন সরদার বলেন, ২২৯ জন ভোটারের মধ্যে ২১৭জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চেয়ার প্রতীকে মো. মাজেদুল হক ১৫৬ ভোট পেয়ে চেয়ারম্যান ও বটগাছ প্রতীকে আব্দুর রায়হান ১৩১ ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হন। চেয়ারম্যান পদের ৭টি ও ট্রেজারার পদের ৪টি ভোট নষ্ট হয়।
এরআগে বিনা প্রতিদ্বন্ধিতায় ভাইস চেয়ারম্যান পদে মো. ফিরোজ শাহ্, সেক্রেটারি পদে গোলাম রাশেদ চৌধুরী, ডিরেক্টর পদে মো. আনছারুল হক ও মতি লাল রায় নির্বাচিত হয়েছেন বলে তিনি আজকের পত্রিকাকে জানান ।
খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিদায়ী চেয়ারম্যান আমিনুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটার, ভোটগ্রহণকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদকর্মীদের সহযোগিতায় সফল ভাবে সম্পন্ন হয়।