বৈষম্যবিরোধী ছাত্র গণবিপ্লবে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটে ইহকালিন শান্তি ও পরকালিন মুক্তির জন্য ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে- সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং বৈষম্য বিরোধী ছাত্র গণ বিপ্লবে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) লালমনিরহাটের রেলওয়ে রিকশা স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট পৌর শাখার আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট পৌর শাখার সভাপতি ডাঃ মোঃ মশিউর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওঃ মুফতি আব্দুর রহমান কাসেমি। প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ মোকছেদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ রমজান আলী, জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইব্রাহীম খলিল, লালমনিরহাট রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওঃ মোঃ ফেরদৌস হোসাইন কাশিপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ সাইফুল্লাহ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।