লালমনিরহাট ২ আসনের এইচ এসসি পরীক্ষায় ৬ প্রতিষ্ঠানের সবাই ফেল

লালমনিরহাট প্রতিনিধি। এবারে এইচ এসসি পরীক্ষায় লালমনিরহাটের ২ আসন ( আদিতমারী-কালীগঞ্জ) সাবেক এমপি ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর অধিনস্থে ৬টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। এই ছয় প্রতিষ্ঠানের প্রধানরা মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর একেবারে খোদ লোক। ছয় প্রতিষ্ঠান হচ্ছে, (১) দুহুলী এসসি উচ্চবিদ্যালয় ও কলেজ (২) শিয়াল খোওয়া কলেজ (৩) সোনাহাট উচ্চবিদ্যালয ও কলেজ (৪) কাকিনা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এই চারটি কালীগন্জ উপজেলার এবং মন্ত্রী নুরুজ্জামান আহমেদ  বাসভবনে এলাকার, (৫) নামুড়ী উচ্চবিদ্যালয় ও কলেজ এবং (৬) গন্ধমরুয়া উচ্চবিদ্যালয় ও কলেজ এই দুইটি হচ্ছে নুরুজ্জামান  আহমেদ এর আসনের আদিতমারী উপজেলা। এই ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক/ অধ্যক্ষ তারা সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর খুব কাছের লোক ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া যাই হোক চলতো ক্ষমতার দাপট দেখিয়ে। তারা তার বাসভবন পর্যন্ত যেয়ে গল্পে মেতে উঠেন। ফলে এই ছযটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার মান ছিল একে বারেই নিম্ন। দুই আসনের দায়িত্বে থাকা ইউ এন ও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তলব করে জানা যাবে বিষয়টি। তারপর ব্যবস্থা।