আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ মোবাইল চুরির অপবাদ দিয়ে রবিন প্রামানিক (১৭) নামের এক কিশোরকে মারপিটে হত্যার অভিযোগে বগুড়া-৩ (আদমদী-িদুপচাঁচিয়া) এলাকার জাপার সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার তার ছেলে মারুফ ইসলাম পিন্স ও দুপচাঁচিয়া থানার এএসআই শাফায়েতসহ ১০জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (১৪ অক্টোবর)/২৪ বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দুপচাঁচিয়া থানা আদালতে দুপচাঁচিয়া উপজেলার জয়পুর দক্ষিনপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী চাতাল শ্রমিক নিহতের মা রওশন বিবি বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন।
আদালতে দায়ের করা মামলায় বাদিনী রওশন বিবির অভিযোগে জানাযায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিহত রবিন প্রামানিক ১নং আসামী সাবেক জাপার এমপি নুরুল ইসলাম তালুকদারের পক্ষে প্রচারণা না চালিয়ে অন্য প্রার্থীর পক্ষে কাজ করায় তিনি ক্ষিপ্ত হন। গত ২০২৩ সালের ১৫ আগষ্ট সাবেক এমপির ছেলে মারুফ ইসলাম প্রিন্স অন্যান্য আসামীদের সহযোগিতায় ভিকটিম রবিনকে দুপচাঁচিয়া উপজেলায় একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এসএস পাইপ দিয়ে এলোপাথারি মারপিট করে গুরুতর আহত করে। এসময় রবিনের মা ও স্থানীয়রা উপস্থিত হয়ে তাকে মুমুর্র্ষ অবস্থায় উদ্ধার করে দুপচাঁচিয়া থানায় নিয়ে গেলে এএসআই শাফায়েত তাদের অুভিযোগ আমলে না নিয়ে উল্টো বাদিনীকে একটি কক্ষে কিছু সময় আকটিয়ে রাখেন। পরে মুমুর্ষূ রবিনকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে দারিদ্রতার কারনে চিকিৎসা করাতে না পারলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ করে দেন। পরে বাড়িতে ফের রবিন অসুস্থ্য হলে তাকে একই সালের ২৩ আগষ্ট কিশোর রবিন প্রামানিক মারা যায়। এ ঘটনায় নিহতের মা বাদিনী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। বাদিনীর স্বামী আব্দুর রাজ্জাক মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।