দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০টি কলেজের পাস করেনি কেউ

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি :

চলতি এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে লালমনিরহাট, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার ২০ টি কলেজের কোন শিক্ষার্থী পাশ করেনি।

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল এন্ড কলেজ, নৌমারি হাই স্কুল এন্ড কলেজ, কালিগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল এন্ড কলেজ, শিয়াল খাওয়া কলেজ, দুহুলি এসসি হাইস্কুল এন্ড কলেজ, কাকিনা গালর্স হাইস্কুল এন্ড কলেজ।

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গোগোর কলেজ, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলাবাড়ী হাইস্কুল এন্ড কলেজ, কদমরসুল হাট হাইস্কুল এন্ড কলেজ, মোরলহাট জনতা হাইস্কুল এন্ড কলেজ, সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ,

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ, হাকিমপুর উপজেলার বল্ডার হাইস্কুল এন্ড কলেজ, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাইস্কুল এন্ড কলেজ

নীলফামারী জেলার ডোমার উপজেলার বাঘডোগরা নিমোজখানা হাইস্কুল এন্ড কলেজ

, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাইস্কুল এন্ড কলেজ, রৌমারী উপজেলার শৌলমারী এম আর হাইস্কুল এন্ড কলেজ,

রংপুর জেলার সদর উপজেলার আর্কাডিয়া ইন্টারন্যাশনাল কলেজ, গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ ও

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ।