যশোর শহরের লালদীঘিতে দেবীদুর্গাকে বিসর্জনে হাজারো মানুষের ঢল

ইয়ানূর রহমান : ৫দিন ব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে দেবীদুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে। রোববার সন্ধ্যা থেকে যশোর শহরের লালদীঘিতে প্রতিমা বিসর্জন দেয়া শুরু হয়। দেবীদুর্গার প্রতিমা বিসর্জনকে ঘিরে শহরের
লালদীঘিতে হাজারো মানুষের ঢল নামে।

যশোর পৌরসভার তত্ত্বাবধানে শহরের ৪৯টি মন্ডপের প্রতিমা লালদীঘিতে বিসর্জন দেওয়া হয়। বিসর্জন উপলক্ষে লালদীঘি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিমা বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত থাকেন।

যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সন্ধ্যায় বিসর্জনের আনুষ্ঠানিক শুরুতে পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন সভাপতি দীপংকর দাস রতন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক
আজাহারুল ইসলাম, যশোর সেনানিবাসের লেফট্যানেন্ট কর্নেল মোস্তফা কামাল, পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর সাংগঠনিক জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল সহ শহরের বিভিন্ন স্তরের সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

এর আগে বিকাল থেকেই মন্দির মন্ডপে ঢাক-ঢোল বাজিয়ে দুর্গা মাকে বিদায় জানান ভক্তরা। লালদীঘি ছাড়াও জেলার বিভিন্ন নদী এবং পুকুরেও এদিন সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।#