বকশীগঞ্জে পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বিজিবির অধিনায়ক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সীমান্তবর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. হাসানুর রহমান পিএসসি বকশীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ সমুহ পরিদর্শন করে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় তিনি পূজা বিসর্জন পর্যন্ত বিজিবি সতর্কাবস্থা ও সর্বাত্মক নিরাপত্তায় থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার আনজু মিয়া , গণমাধ্যম কর্মী সহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এবারের শারদীয় দুর্গোৎসবে বিজিবির সক্রিয় ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
মালিরচর ঘোষ পাড়া পূজা মন্ডপের সভাপতি মুকুল ঘোষ জানান, আমরা বিজিবির নিরাপত্তা কার্যক্রম নিয়ে খুবই খুশি। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মত তারা আমাদের পাশে ছিল বলেই আমরা নির্বিঘ্নে পূজার কার্যক্রম সুন্দরভাবে করতে পেরেছি। ভবিষ্যতেও শারদীয় উৎসবে বিজিবি মোতায়েনের দাবি জানান তিনি।