আজিম উল্যাহ হানিফ:
বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মাননীয় চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মহাসমাবেশকে সফল ও সার্থক করার লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা নাঙ্গলকোট মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাঙ্গলকোট উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ সাইদুল হক সাহেবের সভাপতিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেন , নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক লিটন,সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাধ্যমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির নাঙ্গলকোট উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মাহবুবুল হক, যুগ্ম আহবায়ক কামাল আহমেদ মজুমদার, সদস্য সচিব ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মাওলানা মাহবুবুল হক, মাওলানা ইয়াসিন মজুমদার, প্রস্তুতি কমিটির সদস্য প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, প্রধান শিক্ষক আবু হানিফ,প্রধান শিক্ষক আফরোজা খানম, প্রধান শিক্ষক আলী আশরাফ, ভারপ্রাপ্ত শিক্ষক আবু বক্কর মজুমদার, সাইদুল হক,মোঃ আবুল কাশেম, মাওলানা জসিম উদ্দিন, নিজামুদ্দিন,মোবারক হোসেন, সোহরাব হোসেন, শামীমা আক্তার, তাজনেহার, কামাল হোসেন, নিজামুদ্দিন টিপু প্রমুখ।
এছাড়াও সভায় নাঙ্গলকোট উপজেলার ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।সমাবেশ কে সফল ও সার্থক করার লক্ষ্যে শিক্ষক নেতৃবৃন্দ তাদের নিজ নিজ পরামর্শ ও মতামত তুলে ধরেন।