রাশিয়ার গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দিলো ইউক্রেন

// কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাশিয়ার এমন একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গ্লুসকোভো গ্রামের কাছে সেম নদীর ওপরে থাকা সেতু গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসি বলছে, সেনাবাহিনী সরবরাহের জন্য ক্রেমলিন সেতুটি ব্যবহার করতো ক্রেমলিন। ধ্বংসের কারণে এতে প্রভাব পড়বে। তবে সেতু ধ্বংসের খবরে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।

ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনরা তাদের অবস্থান শক্ত করেছে।

রাশিয়ার ভেতরে ইউক্রেনের বাহিনী অনুপ্রবেশ করে যে অভিযান চালাচ্ছে তা দ্বিতীয় সপ্তাহে গড়ালো। কুরস্কে অঞ্চলে সামরিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের শীর্ষ সামরিক এক কমান্ডার।

অন্যদিকে রাশিয়াও জানিয়েছে, অঞ্চলটি থেকে এক লাখ ২০ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৯০৪ দিনের মতো চলছে এই যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।