বগুড়ায় দুদকের মামলায় রূপালি ব্যাংকের ব্যবস্থাপকসহ ৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা

// সঞ্জু রায়, বগুড়া:

বগুড়ায় রূপালি ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের চাকরিচ্যুত ব্যবস্থাপকসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।রবিবার দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতের নথিসূত্রে জানা যায়, ২০১৭ সালে মহাস্থান হাট ইজারার জন্য ভূয়া পে-অর্ডারের মাধ্যমে হাটের তৎকালীন ইজারাদার আজমল হোসেন ও রুপালি ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়নুরের বিরুদ্ধে ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তীতে অভিযোগপত্রে আরও পাঁচজনকে আসামি হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

রায় প্রসঙ্গে দুদকের আইনজীবী পিপি আবুল কালাম আজাদ জানান, ব্যাংকের ব্যবস্থাপক জোবায়নুরকে ৩টি ধারায় ২৭ বছর, ব্যাংকে সিনিয়র কর্মকর্তা ইশরাত জাহান এবং প্রিন্সিপাল অফিসার মহাতাব হোসেনকে ৫ বছর সশ্রম কারাদণ্ডসহ গ্রাহক আজমল হোসেন, মোশাররফ হোসেন ও জাহিদুর রহমানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। বাকি একজন আসামি কায়দে আজম মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে, আসামিদের ২ কোটি ৬৯ লাখ টাকা সমহারে সকলকে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন।