কালিহাতীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

// কামরুল হাসান, টাংগাইল পতিনিধিঃ  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন  উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা হয়েছে। (২৮ মে) মঙ্গলবার দুপুর ১২ টায় কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভা হয়।  সভাটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর হায়দার এর সভাপতিত্বে প্রধান হিসেবে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এ সময়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৌমিতা হক, উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা  এ. কে. এম আমির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেকসহ উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ  উপস্থিত ছিলেন। 

পরিকল্পনা সভা জানা যায়, আগামী ১ জুন ২০২৪ রোজ শনিবার কালিহাতী উপজেলার ১ টি স্থায়ী কেন্দ্র এবং  ৩৬০ টি অস্থায়ী কেন্দ্রে  ৬-১১ মাস বয়সী ৬,১৩৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ( ১,০০,০০০ আই.ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৫৫,৩৪২ জন শিশুকে লাল রঙের ভিটামিন (২,০০,০০০ আই.ইউ) খাওয়ানো হবে।

পরে, ‘হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে কালিহাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়।