// বিশেষ প্রতিবেদক//
পাবনা সদর উপজেলার টেবুনিয়া-রাণীগ্রাম পুর্বপাড়ায় সেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা রাণীগ্রাম পুর্বপাড়ার অস্থায়ী খেলার মাঠে ৮ মার্চ বিকালে অনুষ্ঠিত হয়।
টেবুনিয়া বাজারের মেসার্স আল আহনাফ এন্টারপ্রাইজের সৌজন্যে উক্ত ক্রিকেট টুর্ণামেন্টে পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকার মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। এতে শামসুল নগর শপিং কমপ্লেক্স একাদশ বনাম জে সি সি ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবান জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ কামিল হোসেন, বিশেষ অতিথি ছিলেন মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান সৈয়দ মুন্তাজ আলী, সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলী, আওয়ামী লীগের বাহরাইন শাখার সভাপতি মালিগাছা ইউনিয়নের শংকরপুরের অধিবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ হায়াত উল্লাহ মল্লিক, সমাজ সেবক মোঃ ইউনুছ আলী ও খাইরুল ইসলাম জন।
উক্ত শেখ রাসেল ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজক ছিলেন নাহিন মল্লিক ও আবীর হাসান মিলটন। খেলা পরিচালনায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ আলম ও অমিত হাসান টিমন।
ধারা ভাষ্যে ছিলেন মোঃ আব্দুর রহিম ও রওশন আলম বাবু।
উক্ত খেলায় জে সি সি ক্রিকেট একাদশ শামসুল নগর শপিং কমপ্লেক্সে একাদশকে ২৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়নরে গৌরব অর্জন করে।
শেষ পর্বে অতিথি বৃন্দ কর্তৃক খেলোয়াড়দের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। টুর্ণামেন্টের চ্যাস্পিয়ন দল ওয়ালটনের ৩৪ ইঞ্চি এল ই ডি টিভি এবং রানার আপ দল ২৪ ইঞ্চি টিভি পুরুস্কার হিসেবে লাভ করে। এলাকার হাজার হাজার দর্শক প্রাণবন্ত উক্ত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করেন।