// সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
“মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাথিয়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (রবিবার ১৮ই ফেব্রয়ারি) দুপুরে উপজেলার স্বাধীনতা সোপান মুক্তমঞ্চে এই মেলায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে তিনদিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, ড. মোঃ শাহ্ আজম।
একুশে বইমেলায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি। মেলায় সাংবাদিকসহ সুধিবৃনবদ উপস্থিত ছিলেন।
এই মেলাটি প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ১০ পর্যন্ত বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। বিভিন্ন লেখকের প্রকাশিত বইসহ এবারে মেলায় প্রায় ২১ টি স্টল বসেছে।