গো-খাদ্যের মূল্য বৃদ্ধি বিপাকে বেড়ার গো-খামারিরা

// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
পাবনার বেড়া উপজেলার হাট-বাজারগুলোতে দুই সপ্তাহের ব্যবধানে গো-খাদ্য ভূষির দাম বস্তা প্রতি ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ভূষি ব্যবসায়ীরা জানান ২ সপ্তাহ আগে ৩৭ কেজির এক বস্তা ভূষির দাম ছিল ১ হাজার ৬শ’ টাকা। বর্তমানে সেই ভূষি প্রতি বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৮শ’ থেকে ১ হাজার ৯শ’ ৫০ টাকা। খামারিরা বলেন, ভূষিসহ সব ধরণের গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খামারিরা পড়েছেন চরম বিপাকে। চর সাঁড়াশিয়া গ্রামের খামারি সাত্তার ব্যাপারী বলেন কয়েকদিনের ব্যবধানে বস্তা প্রতি ৩শ’/৪শ’ টাকা বৃদ্ধি পেলেও দুধের দাম তো বাড়ছে না। তিনি বলেন বিভিন্ন কোম্পানির দুগ্ধ মিলগুলোতে প্রতি লিটার দুধের দাম ফ্যাট অনুযায়ী দিচ্ছে ৪৬ থেকে ৫১ টাকা হারে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে। চর নাগদাহ গ্রামের খামারি জাহিদ মোল্লা, সাঈদ মোল্লা, ওমর মোল্লাসহ অনেকে বলেন, বর্তমানে প্রায় সব ধরনের গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দুধের উৎপাদন খরচ উঠছে না। খামারিরা দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গুনতে অনেকেই দুধেল গাভী গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে বলে তারা জানান। খামারিরা দুগ্ধ মিলগুলোতে দুধের দাম বৃদ্ধি করার জন্য সরকারের আশু দৃষ্টি কামনা করেছেন।